খালেদা জিয়া টিক্কা খানের মতো শুরু করেছে : মোতাহার হোসেন এমপি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাতার হোসেন বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া টিক্কা খানের মতো শুরু করেছে। খালেদা জিয়া এদেশের মানুষকে চায় না, তিনি চাচ্ছেন দেশের মাটি। তিনি বলেন ৭১ সালে ক্যান্টনম্যান্টে বসে খালেদা জিয়া এদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। শনিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্ত্বরে মুসলিম এইডস এর শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সারওয়ার হায়াত খান, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা ভাইস্ চেয়াম্যান শামসুজ্জামান সেলিম, হাতীবান্ধা থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল মতিন সরকার ও মুসলিম এইডস এর লালমনিরহাট ব্যাঞ্চ অফিসার জাহিদুল ইসলাম জাহিদ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ সাড়ে ৪ শত শীতার্থ মানুষের শীত বস্ত্র বিতরণ করা হয়।
মন্তব্য চালু নেই