খালেদা জিয়ার সেলফি
সেলফিতে মেতেছে বিশ্ব। বাংলাদেশেও লেগেছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এমপিরাও হরহামেশা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছেন। বাদ ছিলেন শুধু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সে কোটাও পূর্ণ হলো!
এদিন রাজধানীর ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছিলেন খালেদা জিয়া। ইফতারের পর কূটনীতিকদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন তিনি।
এসময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ইয়ান ইয়ং লি বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার পাশে গিয়ে দাঁড়ান। শিগগির তিনি দেশে ফিরে যাচ্ছেন এ কথা জানিয়ে একপর্যায়ে বলেন, ‘ইয়োর এক্সিলেন্সি- আমি কি আপনার সঙ্গে একটি সেলফি তুলতে পারি?’
কোরিয়ান রাষ্ট্রদূতের সেলফি আবদারে হাসিমুখে সায় দেন বিএনপি চেয়ারপারসন। এসময় যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। কোরিয়ান রাষ্ট্রদূত নিজেসহ তিন জনকে এক ফ্রেমে বন্দি করেন তার মোবাইল ফোনে।
সেলফি তুলে কোরিয়ান রাষ্ট্রদূত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ওয়াও, হোয়াট এ নাইস সেলফি!’
মন্তব্য চালু নেই