খালেদা জিয়ার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কিউলেনেয়ার।

বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দুজনের সাক্ষাৎ হয়।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। তাঁদের মধ্যে বৈঠকে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।



মন্তব্য চালু নেই