খালেদা জিয়াকে অর্থমন্ত্রীর ধন্যবাদ
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/10/Abul1445505456.jpg)
গত এক বছর দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি না করার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, ‘আজকে আমার একটি বিশেষ দিন। এ দিন উপলক্ষে খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি। গত এক বছর কোনো জ্বালাও-পোড়াও না হওয়ায় দেশের অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে। আমি আশা করি, এবার আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জিত হবে।’
সোমবার সচিবালয়ে নিজ কক্ষে নিজের ৮৩তম জন্মদিন পালন উপলক্ষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
মন্তব্য চালু নেই