খালেদা জিয়াকে অর্থমন্ত্রীর ধন্যবাদ

গত এক বছর দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি না করার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘আজকে আমার একটি বিশেষ দিন। এ দিন উপলক্ষে খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি। গত এক বছর কোনো জ্বালাও-পোড়াও না হওয়ায় দেশের অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে। আমি আশা করি, এবার আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জিত হবে।’

সোমবার সচিবালয়ে নিজ কক্ষে নিজের ৮৩তম জন্মদিন পালন উপলক্ষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।



মন্তব্য চালু নেই