‘খালেদার স্থান সংলাপের টেবিল নয়, কারাগার’

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, আগুনে মানুষ পোড়ানোর আসামী বেগম খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিল নয়, কারাগার। কারণ বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে বাংলাদেশ উন্নতি ও শান্তির পথে আর এগোবে না।

তিনি বলেন, ‘বেগম খালেদা হচ্ছে রাজনীতির শনি ও দুষ্টগ্রহ। সরকারের সমালোচনা করার আগে আগুনে মানুষ পোড়ানোর আসামী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় করার সিদ্ধান্ত নিতে হবে। আগুনে মানুষ পোড়ানোর ঘটনা বন্ধ না করলে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার না করার আবদার হবে জাতির সঙ্গে রশিকতার শামিল। তাই তাকে রাজনীতি থেকে বিদায় জানানো ছাড়া অন্য কোনো পথ নেই।’

কুষ্টিয়া সার্কিট হাউসে শনিবার সকাল ১০টায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, ‘ক্ষমতাপাগল, রাজাকার পাগল বেগম খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন। তার কাছে মুসল্লিদের ইজতেমা ও বাচ্চাদের পরীক্ষারও দাম নেই। পৃথিবীর অন্যদেশে এ রকম উন্মাদ নেতানেত্রীকে যেভাবে মোকাবেলা করা হয়, সেভাবেই বাংলাদেশে মোকাবেলা করা হবে।’

ঢাকায় সাংবাদিকদের সঙ্গে বৈঠকের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি নিয়মিত বৈঠকের অংশ। এ বৈঠক থেকে নাশকতা বন্ধে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়েছে।’

পরে সার্কিট হাউসে তথ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন ও যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জাসদ নেতা আহম্মেদ আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই