খালেদার সঙ্গে বৈঠকে যা বললেন জন কেরি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৈঠকে নির্বাচন, গণতন্ত্র, আইনের শাসন, জঙ্গিবাদ ও মানবাধিকারসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার বিকেলে মার্কিন দূতাবাসে বৈঠক শেষে খালেদা জিয়ার বাসভবনের সামনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
তিনি বলেন, বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়েছে।
খালেদার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও উপদেষ্টা সাবিহ উদ্দীন।
মন্তব্য চালু নেই