খালেদার সঙ্গে বার্নিকাটের বৈঠক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট।

বুধবার বিকাল চারটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। বিএনপির কোনো নেতাও এ ব্যাপারে মুখ খুলেননি। ধারণা করা হচ্ছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এসব বিষয় আলোচনায় স্থান পায়।



মন্তব্য চালু নেই