খালেদার সঙ্গে দেখা করলেন কারামুক্ত এমকে আনোয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সদ্য কারামুক্ত দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।

বুধবার রাত পৌনে ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান তিনি। এ সময় দলের চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমকে আনোয়ার। খালেদা জিয়াও দীর্ঘ কারাভোগের জন্য তাকে সমবেদনা জানান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় গিয়ে এমকে আনোয়ারের সঙ্গে দেখা করেন। খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান এমকে আনোয়ার। কিন্তু অসুস্থ থাকায় ওই হাসপাতালে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বুধবার সকালে হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

গত বছরের আগস্ট মাসে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় এমকে আনোয়ারকে কারাগারে পাঠিয়েছিলেন আদালত।



মন্তব্য চালু নেই