খালেদার প্রস্তাবটি ভালো : ব্যারিস্টার রফিক
নতুন নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে এবং সে কমিশনের অধীনে কীভাবে আগামী নির্বাচন হবে তা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব ‘ভালো’ বলে জানিয়েছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।
শুক্রবার বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার রফিক উল হক বলেন, ‘আমি রাজনীতি করি না। রাজনৈতিক নেতাও না। আমার এ বিষয়ে মন্তব্য করার তেমন কিছু নেই। তবে সব দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের যে প্রস্তাব খালেদা জিয়া রেখেছেন সেটা ভালো।’
২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। এই দুজনের পক্ষেই আইনি লড়াই লড়েছিলেন ব্যারিস্টার রফিক।
মন্তব্য চালু নেই