খালেদার পরোয়ানা হাওয়া হয়ে গেছে?

জিয়া অরফানেজ ট্রাষ্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা হাওয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, ‘গত প্রায় একমাস হয়ে গেল কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আর দেখা যাচ্ছে না। তাহলে এ পরোয়ানা গেল কই? হাওয়া হয়ে গেল?’

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নিচ তলার হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মাহবুব উদ্দিন খোকন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ সভার আয়োজন করে।

স্বাধীনতা দিবসের এই আলোচনায় প্রধান বিচারপতি এসকে সিনহাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মাননীয় চিফ জাস্টিস কি খেয়াল করেন না, কোন মামলায় কোন আদেশ জারি করা হয়?’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সরকারপ্রধান বলছেন আদালতে আত্মসমর্পণ করুন। এ কেমন কথা? খালেদা জিয়ার বিরুদ্ধে আপনারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন অথচ আপনারাই বলছেন আদালতে গিয়ে আত্মসমর্পণ করুন। তার মানে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়না হাওয়া হয়ে গেছে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানিতে অনুপস্থিতির কারণে গত ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার।

মাহবুব উদ্দিন বলেন, ‘এ জাতিকে অবশ্যই স্বীকার করতে হবে জিয়ার নেতৃত্বে একাত্তরে সামরিক যুদ্ধ হয়েছিল। আর প্রয়াত শেখ মুজিবের নেতৃত্বে রাজনৈতিক যুদ্ধ হয়েছিল। তখন যুদ্ধ করেছেন জিয়াউর রহমান আর এখন গণতন্ত্রের জন্য যুদ্ধ করছেন বেগম খালেদা জিয়া।’

তিনি আরো বলেন, ‘খোঁজ নিলে জানা যাবে সুইস ব্যাংকের টাকা সরকারদলীয় লোকদের। তা না হলে সুইস ব্যাংকের টাকার হিসেব অবশ্যই সরকার দিত, দিচ্ছে না কারণ, হিসেব দিলে তারা সমস্যায় পড়বে।’

দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারের লোকদের দুর্নীতির ক্ষেত্রে সহযোগিতা করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই যুগ্ম-মহাসচিব।

আসন্ন সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘একদিকে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন আর অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা এ নির্বাচনের মনোনয়ন তুলতে গেলে তাদের গ্রেপ্তার করে রিমান্ড দেবেন, এটি হতে পারে না। সুষ্ঠু নির্বাচন দিন আমরা নির্বাচনে যাবো, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করে তুলুন, দেখবেন লাখো লাখো লোক মাঠে নেমেছে বিএনপির পক্ষে। তিন সিটিতে সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। ইতোমধ্যে ঢাকা আয়কর আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ফলাফল প্রমাণ করে সুষ্ঠু নির্বাচন দিলে সংখ্যাগরিষ্ঠভাবে বিএনপি জয়লাভ করবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি সাংবাদিক রুহুল আমীন গাজী, চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল অনোয়ার, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ঢাকা বারের অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া, ঢাকা বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল কবির, সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ-সভাপতি ও ঢাকা আইন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট ওলিউর রহমান, সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ-সভাপতি ও বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট খসরুজ্জামান, ঢাকা বারের সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী বেবি নাজনীন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, মির্জা আল মাহমুদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জাসাসের সম্পাদক কণ্ঠ শিল্পী মনির খান, আসিফ আকবরসহ অনেকে।

আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্ববোধক ও আধুনিক গান পরিবেশন করেন বেবি নাজনীন, আসিফ আকবর।



মন্তব্য চালু নেই