খালেদার জবাব দিলেন সুরঞ্জিত

শনিবার নারায়নগঞ্জের সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের বিভিন্ন অংশের জবাব দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী তরুণ লীগ আয়োজিত ‘বিজয় দিবস ও চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘শেখ হাসিনাকে আমাদের মারার প্রয়োজন নেই, তার উপর আল্লাহর গজব পরবে।’ ওই সমাবেশে খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে সুরঞ্জিত সেন বলেন, ‘আপনার কাছে তালিকা আছে। কাকে কখন মারবেন। আপনি ২১ আগস্ট গ্রেনেড পাঠিয়েছিলেন শেখ হাসিনাকে মারার জন্য। বাইরে থেকে আহসানউল্লাহ মাস্টার, শাহ এমএস কিবরিয়াকে হত্যার নিদের্শ দিয়েছিলেন। আসলে আপনি কাউকে মারেন না, মারার নির্দেশ দেন।’

২১ আগস্টের বিষয়টি আবারো টেনে এনে তিনি বলেন, ‘আপনি (খালেদা জিয়া) পাকিস্তান থেকে আর্জেস গ্রেনেড এনে ২১ আগস্ট হামলা করে আমাদের নেত্রীকে হত্যা করতে চাইলেন। সেই গ্রেনেডের স্প্লিন্টার এখন আমাদের অনেকের শরীরেরই রয়েছে। কিন্তু এখন আর দেশে জঙ্গিবাদ ও গ্রেনেড হামলা করে মানুষ মারা হয় না।’

‘শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটনে বসে এক লাখ বিশ হাজার মার্কিন ডলার বেতন নেন’ খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘তাহলে একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কতো টাকা বেতন পান? আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কতো টাকা বেতন পেতেন? অবিলম্বে কুৎসা, কুরুচিপূর্ণ, অশ্লীল এমন বক্তব্য প্রত্যাহার করুন। না হলে প্রমাণ করুন।’

সুরঞ্জিত বলেন, ‘জয় ও ইকবাল সোবহান চৌধুরীকে প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। তারা কোনো বেতন পান না। বিনা পারিশ্রমিকে সরকারকে সহযোগিতা করেন।’

জয়কে আগামী প্রজন্মের নেতা উল্লেখ করে তিনি বলেন, ‘জয় আওয়ামী লীগের আগামী দিনের নেতা। সুশিক্ষিত ও সুশীল, বঙ্গবন্ধুর দৌহিত্র। বর্তমান সরকারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তার যে অবদান জাতি তা চিরদিন স্মরণ রাখবে।’ খালেদা জিয়া হতাশা থেকে আবোলতাবোল বলছেন বলেও মন্তব্য করেন সুরঞ্জিত।

খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘আপনাকে ইউরোপীয় ইউনিয়ন হেদায়েত করে গেল যে, আপনি সহিংসতার রাজনীতি পরিহার করুন। কিন্তু এরপরও আপনার বক্তব্য থেকে আপনি প্রমাণ করলেন আপনি সহিংস ও ধ্বংসের নেত্রী।’

এদিকে সুন্দরবনে তেল ট্যাংকার ডুবে যাওয়ায় পর তাৎক্ষণিক ব্যবস্থা না নিতে পারা মন্ত্রণালয়ের ব্যর্থতা বলে মন্ত্রী স্বীকার করেছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ‘নৌমন্ত্রী স্বীকার করেছে যে এটা মন্ত্রাণালয়ের ব্যর্থতা। তবে উদাসীনতা নয়।’

সংগঠনের সভাপতি মোসলেউদ্দিন মাসুদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, কৃষকলীগ নেতা আব্দুল হাই কানু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।



মন্তব্য চালু নেই