খালেদার চিকিৎসা শুরু হয়নি এখনো

লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখের চিকিৎসা এখন পর্যন্ত শুরু হয়নি বলে জানিয়েছেন দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা জানান।

রিপন বলেন, ‘চিকিৎসা শেষেই তিনি (খালেদা জিয়া) দেশে ফিরে আসবেন।’

দলের পুনর্গঠন কার্যক্রমের জন্য ৩০ সেপ্টেম্বর বেঁধে দেয়া সময়সীমার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও সময়সীমা বাড়ানোর কথা দলের পক্ষ থেকে বলা হয়নি। ঈদের ছুটির কারণে পুনর্গঠন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। দ্রুত এ কাজ সম্পন্ন হবে।’

ইতালীয় নাগরিক গুলিতে নিহত হওয়ার ঘটনায় বিদেশি রাষ্ট্রগুলো তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। এ সম্পর্কে বিএনপির মুখপাত্র বলেন, ‘এটা বাংলাদেশের জন্য সুখকর বিষয় না। বাংলাদেশের ইমেজের জন্য এটা ক্ষতিকর।’

তিনি বলেন, ‘বাংলাদেশের আইনশৃঙ্খলার প্রতি আস্থা না থাকায় বিদেশি নাগরিকরা শঙ্কিত। এতে বিনিয়োগকারীরা শঙ্কিত বোধ করবেন। সরকারের উচিত বিনিয়োগকারীদের আস্থায় আনতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা।’

রিপন বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে কোনো ধরনের ধর্মীয় উগ্রবাদকে স্পেস দেয়া হবে না। আমরা মনে করি বাংলাদেশে জঙ্গিবাদের তৎপরতা নেই। বিভিন্ন সময় যারা জঙ্গিবাদের জিকির তুলেছেন তাদের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘শঙ্কা নিয়ে নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে। জাতীয় ঐক্যমতের ক্ষেত্র তৈরি হয়েছে।’

বিদেশি নাগরিক নিহতের ঘটনায় সরকারের পক্ষ থেকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলা হয়েছে। এর জবাবে রিপন বলেন, ‘বিভিন্ন সময় দেখা গেছে প্রবাসেও বাংলাদেশিরা আততায়ীর গুলিতে মারা যান। এটি বিচ্ছিন্ন ঘটনা কিনা সরকার তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে বলতে পারবে।’

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিলে সরকারের নৈতিক পরাজয় ঘটবে না। আমরা শিক্ষার্থীদের দাবির প্রতি সহমত পোষণ করছি। আশা করি সরকারও সহানুভূতিশীল হবে।’

শিক্ষকদের বিশেষ বেতন স্কেলের দাবিও যৌক্তিক বলে মন্তব্য করেন রিপন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুব বিষয়ক সম্পাদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এ সময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই