খালেদার গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে রোববার সন্ধ্যা ৭টা থেকে বিক্ষোভ করছেন খিলক্ষেত থানা বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে অভিযোগ এনে এই বিক্ষোভ তাদের। বিক্ষোভকারীদের অপেক্ষা, চেয়ারপারসন তাদের দেখতে পেলে তাদের সঙ্গে কথা বলবেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, বিএনপির ঢাকা মহানগর কমিটির যে পুনর্গঠন প্রক্রিয়া চলছে সেখান থেকে গয়েশ্বর চন্দ্র রায় আর্থিক সুবিধা নিয়ে তার পছন্দ মতো কমিটি দিচ্ছেন। যেখান থেকে বাদ পড়ছেন ত্যাগী নেতারা। আর এ ঘটনার প্রতিবাদ করায় খিলক্ষেত থানা বিএনপির কার্যক্রমই স্থগিত করে দিয়েছেন গয়েশ্বর।

খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহীনূর আলম বলেন, ‘স্থানীয় নেতা আকতার হোসেনের মাধ্যমে আর্থিক সুবিধা নিয়ে পকেট কমিটি দিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। এর প্রতিবাদ করায় আমাদের কমিটি গতকাল স্থগিত করা হয়েছে। আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি। ম্যাডামের অপেক্ষায় আছি। ম্যাডাম আমাদের দেখলে কথা বলবেন।’



মন্তব্য চালু নেই