খালেদার খাবারও বন্ধ করা হবে
নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘অবিলম্বে বেগম খালেদা জিয়ার খাবারও বন্ধ করে দেয়া হবে। বিএনপি নেতাদের সরবরাহ করা খাবার শ্রমিকরাই কেড়ে নিয়ে খাবে।’
শনিবার বিকেল সাড়ে ৩টায় বাগেরহাটের রামপালে ঘষিয়াখালী-মংলা নৌরুটে মেসার্স চায়না হারবাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ড্রেজার কাজ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শাহজাহান খান বলেন, ‘সরকার নয়, বিএনপি নেত্রীর আপোষহীন মনোভাবের কারণে দেশবাসীকে দুর্ভোগ থেকে পরিত্রাণ দিতে ডেসা, টেলিফোন, ক্যাবল নেটওয়ার্কে কর্মরত শ্রমিকরাই তার ভবনের সব সংযোগ বিচ্ছিন্ন করেছে।’
বেগম খালেদা জিয়াকে অবিলম্বে এসব ধ্বংসাত্মক কাজ পরিহার করে দেশবাসীকে মুক্তি দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘তা না হলে দেশের সব পোড়া গাড়ি বিএনপি নেত্রীর কার্যালয়ের সম্মুখে জড় করে শ্রমিকরাই তাকে অবরুদ্ধ করবে।’
এ সময়ে তিনি রাতের জরুরী সভা শেষে বিএনপি নেত্রীর বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের কথা ঘোষণা করা হতে পারে বলেও সাংবাদিকদের জানান।
এর আগে, শনিবার বিকেল সাড়ে ৩টায় হেলিকপ্টারযোগে মাদারীপুর থেকে বাগেরহাটের রামপালে আসেন মন্ত্রী।
সেখানে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে ফিতা কেটে চায়না হারবাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ড্রেজার উদ্বোধন করেন তিনি। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
এ সময়ে মন্ত্রীর সঙ্গে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, নৌ পরিবহন কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাগেরহাট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই