খালেদার কার্যালয়ের সামনে আবারো ট্রাক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ পথে ফের মাল ও ময়লাবাহী ট্রাক রাখা হয়েছে। তিনি যাতে কার্যালয় থেকে বেরিয়ে কোথাও যেতে না পারেন তার জন্যই এটা করা হয়েছে।

জানা গেছে, ৮৬ নম্বর রোডের দুই প্রান্তে পুলিশ আটটি ট্রাক ফেলে রাখা হয়েছে। এর মধ্যে দু’টি মালবোঝাই, ময়লাবাহীসহ ছয়টি খালি ট্রাক রয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যাও।

গত ৪ জানুয়ারি বালুভর্তি ট্রাক ও তিন স্তরের ব্যারিকেডে অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওইদিন কার্যালয়ের সামনে রাত পর্যন্ত ছয়টি ট্রাক রাখা হয়। পরেরদিন সোমবার সকালে তা বেড়ে দাঁড়ায় ১২টিতে। কার্যালয়ের আশপাশের সড়কে আরো অন্তত ১২টি ট্রাকসহ মোট ২৪টি ট্রাক ছিল। পরে ট্রাকগুলো সেখান থেকে সরিয়ে নেয়া হলেও পুলিশের কড়া নিরাপত্তা বজায় ছিল।



মন্তব্য চালু নেই