খালেদার আন্দোলন দেখার অপেক্ষায় কামরুল

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘ইফতারের সময় রাজনৈতিক বক্তব্য দিয়ে রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত কাজ করছে বিএনপি। ঈদের পর তারা আন্দোলনের কথা বলছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি, খালেদা জিয়া আন্দোলনের মাধ্যমে কি প্রসব করে তা দেখার জন্য।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত ‘ বঙ্গবন্ধুর ব্যক্তিগত ফটোগ্রাফার প্রবীণ ফটো সাংবাদিক জহিরুল হকের মৃত্যুতে’ এক শোক সভায় তিনি এ কথা বলেন।
‘যারা জনগণের আনন্দে উদ্বেলিত হতে পারে না রমজান মাসে তাদের হেদায়েত হোক’ এমন মন্তব্য করে কামরুল বলেন, ‘পবিত্র রমজান মাসে ইফতারের সময় দেশের মঙ্গল কামনা না করে যারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, রোজার পবিত্রতা নষ্ট করছেন তাদের হেদায়েত হোক।’
সাংবাদিক জহিরুল হকের প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা সমুদ্র বিজয় করেছি। বিএনপি বলছে এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে বিএনপি যে মিথ্যাচার করছে এমন সময় জহিরুল হকের মতো সাংবাদিকের দরকার ছিল।’
এসময় সমুদ্র বিজয়ের তিনটি দিক তুলে ধরে কামরুল ইসলাম বলেন, ‘সমুদ্র বিজয়ের তিনটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে- এটি একটি দীর্ঘ বিরোধের সফল মিমাংসা, এতে আমাদের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। আমাদের সমুদ্রের তলদেশ থেকে তেল, গ্যাসসহ লুকায়িত সম্পদ আহরণের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন উন্মোচিত হয়েছে।’
সংগঠনের সভাপতি শিরিন আখতার মঞ্জুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েলসহ সংগঠনের অন্য নেতারা।



মন্তব্য চালু নেই