খালেদার অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

সোমবার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ বাসুদের রায়ের আদালতে তার হাজির হওয়ার কথা ছিল।

খালেদা জিয়ার অনুপস্থিতিতে সময়ের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। আদালত তা নামঞ্জুর করে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু করেন। তার আইনজীবীরা জানান, বিচারকের প্রতি আস্থা না থাকায় মামলা অন্য আদালতে হস্তান্তরের আবেদন জানানো হয়। তাই মামলার সাক্ষ্য গ্রহণে বিরত থাকার অনুরোধ জানান তারা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় সাক্ষ্য দিচ্ছেন দুদকের উপ পরিচালক হারুন অর রশিদ।

এর আগে মামলার প্রথম সাক্ষীর আংশিক সাক্ষ্যগ্রহণ করা হয়। আজ তার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

গত ২৪ নভেম্বর আজ আসামি, সাক্ষীসহ সবাইকে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন আদালত।



মন্তব্য চালু নেই