খালেদাকে চিকিৎসক নেতাদের আল্টিমেটাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় তারা ২৪ ঘণ্টার মধ্যে কর্মসূচি প্রত্যাহারের আল্টিমেটাম দেন।

গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ফটকের সামনে মঙ্গলবার সোয়া ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।

এ সময় শায়রুল কবির খান জানতে চান প্রধানমন্ত্রীকেও এ ধরনের একটি কপি দেওয়া হবে কিনা। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে চলমান পরিস্থিতি নিরসনে উদ্যোগী হওয়ার কথা বলেন।

উপস্থিত সাংবাদিকদের চিকিৎসক নেতা ইউনুস অলী সরকার বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আন্দোলন প্রত্যাহার করা না হলে প্রতিবাদ নয়, প্রতিরোধ করব। মানব সৃষ্ট সঙ্কটে সাধারণ মানুষ নিহত হচ্ছেন। কোনো রাজনৈতিক ব্যক্তি নিহত হচ্ছেন না।’

এ সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, হাবিব এ মিল্লাত, এনামুর রহমানসহ ১০ জন চিকিৎসক প্রতিনিধি উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই