খালেদাকে চট্টগ্রামে প্রতিহত করা হবে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আন্দোলনের নামে সারা দেশে পেট্রোলবোমা হামলার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে সিটি নির্বাচনে প্রচারণা চালাতে চট্টগ্রামে আসতে চাইলে তাকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
তিনি বলেন, ‘মনজুর আলম যে দলের মেয়র প্রার্থী সে দলের প্রধান নেত্রী খালেদা জিয়া ইতিমধ্যে জঙ্গি নেত্রী হিসেবে স্বীকৃত হয়েছেন। বেগম খালেদা জিয়া আইএস জঙ্গির সহযোগী হিসেবে কাজ করছে। খালেদা জিয়া সারা দেশে পেট্রোলবোমা, অগ্নিবোমা হামলা করে মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন। বোমা হামলার নির্দেশদাতা খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা চালাতে চট্টগ্রাম এলে চট্টগ্রামের মানুষ জঙ্গি নেত্রী খালেদা জিয়াকে প্রতিহত করবে।’
শনিবার সন্ধায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ আয়োজিত মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই নির্বাচনী প্রচরণায় নামেন খালেদা জিয়া। তিনি রাজধানীর গুলশান, বনানী ও বাড্ডা এলাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চান ও লিফলেট বিলি করেন। কয়েকশ নেতাকর্মী তার সঙ্গে ছিল।
হাছান মাহমুদ বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমের প্রতীক কমলালেবুতে যেমন ফরমালিন আছে, একইভাবে মনজুর আলমের লজ্জাতেও ফরমালিন আছে। মনজুর আলম মেয়র থাকার সময় সরকার তাকে সব রকম সহযোগিতা করেছেন। নগরীর জলাবদ্ধতা নিরসনে মনজুর আলমকে ১২শ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিলো। কিন্তু মনজুর আলম জলাবদ্ধতা নিরসনের পরিবর্তে চট্টগ্রাম মহানগরীকে হাঁটু পানিতে ডুবিয়েছেন।’
তিনি বলেন, ‘মেয়র থাকার সময় মনজুর আলম সিটি করপোরেশনের সকল ঠিকাদারকে তার নিজের প্রতিষ্ঠান থেকে ইট সিমেন্ট কেনার অঘোষিত নির্দেশ ছিলো। সরকারের সহযোগীতা এবং প্রয়োজনীয় বরাদ্দ দেয়া সত্ত্বেও মনজুর আলম চট্টগ্রামের উন্নয়নে কোন কাজ করেননি। এমন একজন ব্যর্থ মানুষের হাতে চট্টগ্রাম নগরীর চাবি তুলে দেয়া যায় না।’
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আলাউদ্দিন নাছিম বলেন, ‘ছাত্রলীগের নেতৃত্বের মাধ্যমে বর্তমান মেয়র প্রার্থী আ জ ম নাছির বর্তমান অবস্থানে এসে মেয়র প্রার্থী হয়েছেন। তাই চট্টগ্রামের সকলস্তরের ছাত্রলীগের নেতাকর্মীদের আ জ ম নাছিরের পক্ষে কাজ করার পাশাপাশি বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল ছাত্রলীগ নেতাকর্মীকে আ জ ম নাছিরের সাথে মাঠে থাকতে হবে।’
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, ‘মুজিবনগর সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। মুজিবনগর সরকারের যথার্থ ইতিহাস ছাত্রলীগের নেতাকর্মীদের জানতে হবে। এই আদর্শ বুকে ধারন করে ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে হবে।’
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্যা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল আলম চৌধুরী, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খাইরুল বশর মজুমদার তপন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিত, প্রচার সম্পাদক জসীম উদ্দিন শাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা আকতার হোসেন খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ ফরিদ চৌধুরী, দেলোয়ার হোসেন মিন্টু, মোহাম্মদ হাছান, বিকে চৌধুরী লিটন, জাহেদ চৌধুরী ফারুক, আবদুল্লাহ আল মামুন, মাহবুব বিল্লাহ, আলাউদ্দিন, গিয়াস উদ্দিন চৌধুরী, শওকতুল আনাম সোহেল, আবদুল হালিম, গিয়াস উদ্দিন, মিজানুর রহমান, সানাউল্লাহ পলাশ প্রমুখ।
মন্তব্য চালু নেই