খাবার খাবে রোবট!

প্রাণির বেঁচে থাকার জন্য চাই খাবার। খাবার প্রাণিদেহে তাপ ও শক্তি উৎপাদন করে। যন্ত্রপাতি ও কলকব্জা পরিচালনার জন্য প্রয়োজন হয় জ্বালানি কিংবা বিদ্যুৎ। অন্যদিকে রোবট ব্যাটারি থেকে তার প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে। এরা মানুষের মত খাবার খায় না। সম্প্রতি একদল বিজ্ঞানী রোবটের জন্য খাবার উৎপাদন করার ঘোষণা দিয়েছেন চমক তৈরি করেছেন। তারা বলছেন রোবটদের চলাফেরার জন্য খাবারের প্রয়োজন হবে।

এই দলের সদস্যরা চীনে দীর্ঘদিন ধরে রোবট নিয়ে গবেষণা করে আসছে। তারা রোবটের উপযোগী খাবার তৈরি করেছেন। এটি আদতে গলিত অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম রোবটের শরীরে প্রবেশ করা মাত্রই এটি ইলেকট্রোকেমিক্যালের বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করবে।

রোবট বিজ্ঞানীরা বলছেন, এই অ্যালুমিনিয়ামের টুকরো রোবট মুখে দিয়ে চুষতে থাকলে রোবট তার চলার জন্য প্রয়োজনীয় শক্তি পাবে। ফলে এটি গতিশীল হতে শুরু করবে। এই খাবার খেয়ে রোবট প্রতিঘণ্টায় দুই ইঞ্চি পরিমান জায়গায় নড়াচড়া করতে পারবে।



মন্তব্য চালু নেই