খাবারে বীর্য মিশিয়ে শিক্ষককে খেতে দিল ছাত্ররা!

রান্নার ক্লাসে খাবারের সঙ্গে বীর্য মিশিয়ে শিক্ষককে খেতে দিল তিন ছাত্র। অবশ্য এই কাজ করতে গিয়ে তারা ধরাও পড়ে যায়। তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি আমেরিকার ওমাহা শহরের ওয়েস্টসাইড হাইস্কুলের।

স্থানীয় একটি টিভি চ্যানেলে এই খবরটি সম্প্রচারিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তিন ছাত্রই আলাদাভাবে ক্লাস থেকে বেরিয়ে শৌচালয়ে যায়। সেখান থেকে রান্নার ক্লাসে এসে খাবারে বীর্য মেশায়। এরপর খাবারকে ফ্রস্টিং করে। সেই খাবার চেখে দেখার জন্য শিক্ষককে খেতে দেয় তারা। কিন্তু, ধরা পড়ে যায়।

তদন্তে ওই তিন ছাত্রের মধ্যে দু’জনই তাদের অপরাধ স্বীকার করেছে। এক ছাত্র জানিয়েছে, অনিচ্ছা থাকলেও সে এই কাজে অংশ নিতে বাধ্য হয়েছিল। এদের সঙ্গে স্কুলের এক কর্মীও জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। তবে, পুলিশ তিনজনকেই নিজেদের হেপাজতে রেখেছে। এই ঘটনাকে “অপরাধমূলক কাজ” হিসেবেই দেখছে পুলিশ। তাদের উপযুক্ত শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে ওমাহা পুলিশের তরফে।

তবে, স্কুল কর্তৃপক্ষ বিস্তারিতভাবে বিষয়টি নিয়ে কিছু জানাতে অস্বীকার করেছে।



মন্তব্য চালু নেই