খাদিজার সর্বশেষ অবস্থা জানা যাবে শনিবার

রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে। আইসিইউতে অচেতন খাদিজা ভেন্টিলেটর মেশিনের সাহায্যে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। চিকিৎকরা বলছেন, আগামী শনিবার খাদিজার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানানো যাবে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান স্কয়ার হাসপাতালের ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অধ্যাপক ডা. মীর্জা নাজিমউদ্দিন।

চিকিৎসকরা খাদিজাকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, গত মঙ্গলবার বিকেলে লাইফ সাপোর্টে থাকা খাদিজার মাথায় অস্ত্রোপচার করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতিও হয়নি আবার অবনতিও হয়নি। শনিবার (৮ অক্টোবর) নাগাদ খাদিজার শারীরিক অবস্থার অবনতি বা উন্নতি সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

খাদিজার চাচা আবদুল কুদ্দুুস জানান, সৌদি প্রবাসী খাদিজার বাবা মাসুম মিয়া আজ (বৃহস্পতিবার) সকালে দেশে ফিরেই হাসপাতালে ছুটে আসেন। আনুমানিক ৮টার দিকে আইসিইউতে মেয়েকে দেখতে যান। দুপুরে খাদিজার বড় ভাই শাহিন চীন থেকে দেশে ফেরেন।

উল্লেখ্য, সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা গত সোমবার পরীক্ষা শেষে ফেরার সময় এমসি কলেজের পুকুর পাড়ে খাদিজাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগের নেতা বদরুল আলম। দীর্ঘদিন ধরেই তিনি খাদিজাকে উত্ত্যক্ত করছিলেন বলে অভিযোগ রয়েছে।



মন্তব্য চালু নেই