কয়েকগুন বেড়েছে এবারের বিশ্বকাপের প্রাইজমানি
আগামী মাসেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বসবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের এগারতম আসর। মোট দল অংশ নেবে ১৪টি। তবে এই বিশ্বকাপ প্রাইজমানির দিক থেকে ছাড়িয়ে যাচ্ছে অন্যান্য আসরগুলো থেকে।
এবার প্রাইজমানি থাকছে আগের চেয়ে অনেকে বেশী।
আসন্ন ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে আইসিসি পুরস্কারের র্অথ প্রায় ২৫ গুণ বাড়িয়েছে। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের একটি ম্যাচ জিততে পারলেই সেই দলকে দেওয়া হবে ৪৫ হাজার মার্কিন ডলার। চ্যাম্পিয়ন দল যদি অপরাজিত থেকে শিরোপা জিততে পারে তাহলে তাদের দেয়া হবে ৩৯ লক্ষ ৭৫ হাজার ডলার। আর চ্যাম্পিয়ন হওয়ার আগে কোনও ম্যাচ যদি হারে, তাহলে তারা পাবে ৩৭ লক্ষ ৫০ হাজার ডলার।
রার্নাস-আপ দল পাবে ১৭ লক্ষ ৫০ হাজার ডলার।
সেমিফাইনালে হেরে যাওয়া দল পাবে ৬ লক্ষ ডলার। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলকে দেয়া হবে ৩ লক্ষ ডলার। তবে এই আসরে যে দলগুলো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাবে তাদেরকেও খালি হাতে ফিরতে হবে না। বাদ পড়া ৬টি দলের প্রত্যককে ৩৫ হাজার ডলার করে দেওয়া হবে।
এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি ১০ মিলিয়ন ইউএস ডলার।
মন্তব্য চালু নেই