ক্ষমতা বাড়লো পরিকল্পনা মন্ত্রী কামালের

উন্নয়ন প্রকল্প অনুমোদনে ক্ষমতা বাড়লো পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের। এখন থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের পরিবর্তে নিজ ক্ষমতাবলে অনুমোদন দিতে পারবেন। এর আগে ২৫ কোটি টাকা পর্যন্ত এ ক্ষমতা ছিল।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

২০০৮ সালে (সরকারে খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন) প্রণীত নীতিমালার সংশোধন এনে নতুন নীতির খসড়া প্রস্তাবনা মঙ্গলবার অনুমোদন দেয়া হয়েছে। এতেই মন্ত্রীর ক্ষমতা বাড়ানোর বিষয়টি যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে এনইসি বৈঠক শেষে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বড় হয়েছে। গত কয়েক বছরের মধ্যে মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে। জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে। ‍উন্নয়ন কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে। এসব কারণে পরিকল্পনা মন্ত্রণালয়কে এ ক্ষমতা দেয়া হয়েছে। এতে একনেক কমিটির কাজ কমবে, প্রকল্প বাস্তবায়নের গতি আসবে।

এ সিদ্ধান্তের ফলে এডিপি বাস্তবায়নের গতি বেড়ে যাবে বলেও মনে করেন পরিকল্পনা মন্ত্রী।



মন্তব্য চালু নেই