ক্ষমতা পাকাপাকি করতেই এই নীতিমালা

অবৈধ সরকার নিজেদের ক্ষমতাকে আরো পাকাপাকি করার জন্যই এই সম্প্রচার নীতিমালা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘সম্প্রচার নীতিমালা ও সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ অভিযোগ করেন।

রফিকুল ইসলাম মিয়া বলেন, সরকবারের অব্যাহত খুন, গুম, ব্যাংক লুট, শেয়ারবাজার কারসাজিসহ নানা দুর্নীতি ও দুর্বৃত্তায়নের খবর সংবাদমাধ্যম প্রচার করে যাতে মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করতে না পারে সেই কারণেই এ নিবর্তনমূলক সম্প্রচার নীতিমালা করা হয়েছে।

একদলীয় শাসন আরো কঠোরভাবে আসছে এমন সংশয় প্রকাশ করে তিনি বলেন, একদলীয় শাসনে কোনোপ্রকার সমস্যা যাতে না হয়, কোনো অবস্থান থেকে কেউ যেন এর বিরুদ্ধে দাঁড়াতে না পারে; এমনকি তাদেরকে যেসব আমলা এ কাজে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে যাতে সংবাদমাধ্যম কোনো কথা বলতে না পারে এ জন্যই এ নীতিমালা চাপিয়ে দেওয়া হচ্ছে।



মন্তব্য চালু নেই