ক্রিকেট থেকে একেবারে বিদায় ব্রেট লির
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন দুই বছরেরও বেশি আগে। এরপরও বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলিতে খেলে যাচ্ছিলেন ব্রেট লি। এবার ক্রিকেট থেকে পুরোপুরি অবসরে যাওয়ার ঘোষণা দিলেন এই অসি গতি তারকা।
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ব্রেট লি। ৩৮ বছর বয়সী এই পেসার এরপরও আইপিএল, নিউজিল্যান্ডের এইচআরভি কাপ ও বিগ ব্যাশ লিগে খেলে যান। বিগ ব্যাশে খেলেন সিডনি সিক্সার্সে। সিক্সার্সের সেরা উইকেট শিকারি ব্রেট লি। ক্লাবটিতে প্রায় ১০ বছরের ক্যারিয়ারে ১১৭ ম্যাচ খেলে ১০৫টি উইকেট নেন।
ব্রেট লির অবসরের ঘোষণায় ২০ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি হচ্ছে। অবসরের সিদ্ধান্তের কথা প্রকাশ করে তিনি বলেন, ‘মৌসুমের শুরুতেই জানতাম এটি হবে আমার শেষ মৌসুম। বিষয়টি নিয়ে আমি কোচ ট্রেভর বেলিসের সঙ্গে কথা বলি। তিনি আমাকে আরও দুই-তিন বছর খেলার কথা বলেন। তবে আমি চুড়ান্তভাবে জানিয়ে দিলাম এ বছরই ক্যারিয়ার শেষ করছি।’
ক্রিকেটের কারণে জীবনে অনেক কিছু অর্জন করেছেন বলে জানান ব্রেট লি। একইসঙ্গে অনেক দারুণ সুযোগও পেয়েছেন। দুই দশকের ক্যারিয়ার নিয়ে তিনি সন্তুষ্ট।

















মন্তব্য চালু নেই