ক্রিকেটার রুবেলকেই ভালোবাসেন পায়েল !

বাংলাদেশি ক্রিকেটারদের সংবর্ধনা মঞ্চে পায়েল আসতেই ‘হ্যাপি হ্যাপি’ আওয়াজে উত্তাল অনুষ্ঠানস্থল৷ আওয়াজ শুনে একটু চমকেই গিয়েছিলেন বাংলাদেশের অন্যতম সেরা সঞ্চালিকা ইশরাত পায়েল৷ ব্যাপার কী!

বাংলাদেশের স্পিডস্টার রুবেলের সঙ্গে যে হ্যাপীর সম্পর্ক ছিল তিনি কি সেখানে ছিলেন না? একটু পরে সঞ্চালিকা বুঝলেন তাকেই রুবেলের নতুন হ্যাপী বলে ধরে নিয়েছেন দর্শকরা৷ অনুষ্ঠানের শেষে রুবেলের সঙ্গে তার এক সেলফি অনলাইনে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকে ধরে নেন যে, হ্যাপীকে ভুলে পায়েলেই মজেছেন রুবেল৷

সে কথা সত্যি? পাকিস্তানের বিরুদ্ধে মাঠে যখন আগুন ঝরাচ্ছেন রুবেল, পায়েলের দাবি, রুবেলের সঙ্গে তার সম্পর্কের কোনো ব্যাপার নেই৷ দেশের আর পাঁচজন ক্রিকেটার হিসেবে রুবেলকে যেমন ভালোবাসেন, তিনিও সেরকমই পছন্দ করেন৷ পাকিস্তানের বিরুদ্ধে ওর খেলা দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল তার কিন্তু তিনি যাননি৷ তা নিয়ে বাংলাদেশজুড়েই শুরু হয়েছে নানা জল্পনা এবং কল্পনা৷

যে রুবেলের খেলা দেখতে ভালোবাসেন, তার খেলা দেখতেই মাঠে গেলেন না কেন পায়েল? ক্রিকেট দেখতেই ভালোবাসেন তিনি৷ তাহলে না যাওয়ার কারণ কি? মনে করা হচ্ছে, এদিন তাকে মাঠে দেখা গেলে রুবেল-পায়েল রসায়ন নিয়ে অস্বস্তিতে পড়তে হতো।

সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে তাকে পড়তে হতে পারে৷ আবার সেদিনের মতো দর্শকদের চিৎকারে মুখ রাঙিয়ে যেতে পারে৷ তাই প্রশ্নবান এড়াতেই এদিন তিনি স্টেডিয়ামুখি হননি৷

খেলা দেখতে না যাওয়ার কারণ জানতে চাওয়া হলে স্পষ্ট করে তিনি কিছু বলতে চাননি৷ মুচকি হেসে প্রসঙ্গ এড়িয়ে যান তিনি। তবে হাসির মধ্যে একটা দুষ্টমিও পাওয়া গেছে। ইঙ্গিত দিয়েছেন, তার সঙ্গে রুবেলের কোনো একটা রসায়ন কাজ করছে৷ তা কি সেটা আর খুলে বলতে চাননি তিনি৷ঢাকাটাইমস



মন্তব্য চালু নেই