ক্রিকেটারদের সতর্ক করলেন পাপন

বিশ্বকাপের পর থেকে ভারত সিরিজ। দারুণ ছন্দে থাকা বাংলাদেশ দলের কাছে সবই যেন নস্যি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষেও সিরিজ জেতে টাইগাররা। সবকিছু যেন স্বপ্নের মতো। হঠাৎ বাংলাদেশ শিবিরে ছন্দপতন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা চার ম্যাচে হার। এ যেন অচেনা বাংলাদেশ। স্বাগতিকদের এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এমন হারে অনেকটা ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। তাইতো শনিবার তিনি ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে কিছু কিছু ক্রিকেটারদের সতর্ক করেন। কাউকে কাউকে আবার অভয়ও দিয়েছেন।

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘কিছু কিছু জায়গায় সতর্ক করে দিতে হয়, আমি সেখানটায় সতর্ক করে দিয়েছি। কিছু জায়গায় অলসতা আছে বা অন্যদিকে মনোযোগ সরে যাওয়ার ব্যাপার আছে; ওগুলো আমি আজকে নির্দিষ্টভাবে বলেছি। সম্ভাবনাময় কেউ রান না পাওয়ায় মন খারাপ করে বসে আছে; তাকে না ঘাবড়াতে বলেছি। ওদেরকে বলেছি, ভয়ের কোনো কারণ নেই। তোমরা ভালোই খেল, এই মুহূর্তে হয়ত হচ্ছে না। মুশফিককে বলেছি, তার ওপর দায়িত্ব অনেক বেশি। সৌম্য সরকারকে মনে করিয়ে দিয়েছি, থিতু হলে একজন ব্যাটসম্যানের দায়িত্ব অনেক বেশি থাকে। ভয় পাওয়ার মত কোনো কারণ নেই।’

অনুশীলনের আগে তিনি ক্রিকেটারদের সঙ্গে বসেন। তার আগে বসেন বিসিবির টেকনিক্যাল কমিটির সঙ্গে। সে বিষয়ে পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইই করতে পারছি না। এই ব্যাপারে টেকনিক্যাল কমিটির কাছে তাদের অভিমত জানতে চেয়েছিলাম। বোলিংয়ে, ফিল্ডিংয়ে ভালো করেছি আমরা; রান করতে পারছি না। গ্যাপ বের করতে পারছে না আমাদের ব্যাটসম্যানরা।’



মন্তব্য চালু নেই