ক্যামেরার পেছনে বরুণ-আলিয়ার স্পেশাল কেমিষ্ট্রি

ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগল। আলিয়ার কাছে ফিরে এসেছেন বরুণ। বীচ থেকে শপিং এমনকি লং ড্রাইভেও বেরিয়ে পড়ছেন যখন তখন। না না! কোন ছবির কথা বলছি না। আপাতত এক সঙ্গে পর্দায় দেখা যাবে না এই জুটিকে। সিলভার স্ক্রিনে নয়, বিজ্ঞাপনে দেখা যাবে এই রোম্যান্স। একটি সানগ্লাসের অ্যাড করতে দেখা বরুন-আলিয়াযাবে এই সেলেব্রেটি জুটিকে। সম্প্রতি হয়ে গেল তাঁর ফটো শুট। যেখানে নানা ধরনের সানগ্লাস পরে শট দিলেন বলিউডের এই নায়ক-নায়িকা।

পরিচালক করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে বলিউডে পা রেখেছিলেন বরুন ও আলিয়া। দুজনই তাঁদের কেরিয়ারে বেশ সফল। তবে প্রথম ছবির শুট চলাকালীন একে অপরের প্রেমে পড়েন এই দুজন। কিন্তু কিছুদিনের মধ্যেই ভেঙে পড়ে এই সম্পর্ক।

বরুন-আলিয়া-২টি-টাউনের গুঞ্জন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এর অপর নায়ক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও প্রেম করছেন আলিয়া। যদিও প্রকাশ্যে এই সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই।

বরুন-আলিয়া-৪



মন্তব্য চালু নেই