ক্যামেরার ধাক্কায় দাঁত হারালেন টাইগার

ক্যামেরায় ধাক্কায় খোয়া গেল দাঁত! তাও আবার যেমন তেমন কারও নয়, টাউগার উডসের। এমনই অভিনব ঘটনা ঘটেছে ইতালিতে।

সোমবার আচমকাই বান্ধবী লিন্ডসে ভনের স্কি দেখতে ইতালিতে হাজির হয়েছিলেন উডস। তিনি আসবেন এমন খবর আগে থেকে ছিল না। কিন্তু তার আগমেনে চারদিকে হুড়োহুড়ি লেগে যায়। ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে মিডিয়া। পুরস্কার বিতরণের সময় স্টেজে ক্যামেরার ধাক্কায় সামনের দাঁত ভেঙে যায় মার্কিন গলফারের।

ঘটনার প্রথম দিকে উডসের দাঁত ভাঙার বিষয়টি বোঝা যায়নি, পরে উডসের এজেন্ট ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ‘টাইগার উডস স্টেজেই ছিলেন, হঠাৎ মিডিয়ার এক প্রতিনিধি কাঁধে করে বিশাল ক্যামেরা নিয়ে ছবি তুলতে গিয়ে ধাক্কা মেরে দেয় উডসের মুখে। তাতে দাঁত ভেঙে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি গলফারের’।



মন্তব্য চালু নেই