ক্যানসারের জন্য দুর্ভাগ্যই দায়ী!

কেবল অনিয়ন্ত্রিত জীবনযাপন কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া ত্রুটিপূর্ণ জিন ক্যানসারের জন্য দায়ী নয়। অবিশ্বাস্য হলেও সত্যি, অধিকাংশ ক্ষেত্রেই কোনো কারণ ছাড়াই স্রেফ দুর্ভাগ্যক্রমে ক্যানসার হয়।

সম্প্রতি জন হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন ও ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের বিজ্ঞানীরা এমন দাবি করেছেন।

প্রতিবেদনে বলা হয়, দেহের পুরনো কোষগুলো ভাগ হয়ে ডিএনএর মধ্যে যে এলোমেলো (আপতনিক- র‌্যানডাম) রূপান্তর হয় সেটিই দুই তৃতীয়াংশ ক্যানসারের জন্য দায়ী। আর বাকি এক তৃতীয়াংশের জন্য পরিবেশগত উপাদান অথবা ত্রুটিপূর্ণ বংশগত জিন দায়ী।

প্রতিবেদনে আরও বলা হয়, জীবনযাত্রায় পরিবর্তন এনে ক্যানসারের ঝুঁকি কমানো ব্যক্তির পক্ষে কঠিন।

তবে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, মদ, ধূমপান ও বাজে খাদ্যাভ্যাস ক্যানসারের যে ‘দুর্ভাগ্যজনক উপাদান’ রয়েছে তার সঙ্গে যুক্ত হতে পারে।

যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা সংক্রান্ত প্রতিষ্ঠান ক্যানসার রিসার্চ ইউকের মতে, স্বাস্থ্যকর জীবনব্যবস্থা ব্যক্তির শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করে।



মন্তব্য চালু নেই