কোরবানির মাংসে আল্লাহু লেখা দেখার খবরে এলাকায় চাঞ্চল্য

ঝিনাইদহের মহেশপুরের মথুয়ানগর গ্রামে কোরবানির মাংসে আল্লাহু লেখা দেখা গেছে বলে ওই এলাকায় খবর ছড়িয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, মথুয়ানগর গ্রামের বাসিন্দা মো. আলী শুক্রবার কোরবানি দেওয়া গরুর মাংসের অংশ গরীবদের মধ্যে বিলিয়ে দেন। সেই মাংস রান্না করতে গেলে দুই পরিবারের সদস্যরা তিন টুকরা মাংসের মধ্যে আল্লাহু লেখা দেখতে পান। তারা বিষয়টি মো. আলীকে জানালে তিনি স্থানীয় মসজিদের ইমামের কাছে যান।

kurbani inner.jpeg

এই বিষয়ে মো. আলী বলেন, মাংসের ওই তিন টুকরা নিয়ে স্থানীয় মসজিদের ইমামের কাছে নিয়ে গেলে তিনি বলেন সেখানে আল্লাহু লেখা আছে।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন স্থান থেকে উৎসাহী লোক আলির বাড়িতে গিয়ে মাংসের টুকরাগুলো দেখতে ভিড় করছেন। দ্য রিপোর্ট



মন্তব্য চালু নেই