কোরআন শরীফ পুড়িয়ে দেয়ার অভিযোগে বিক্ষোভ, অভিযুক্তের ভাইকে আটক
টিপু সুলতান (রবিন), সাভার থেকে: সাভারের আশুলিয়ায় জামগড়া বটতলা এলাকায় পবিত্র কুরআন শরিফে আগুন দেয়ার ঘটনায় একজন কে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
প্রত্যাক্ষ্যদর্শীরা জানায় সোমবার সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসী অভিযুক্তের ভাই মোস্তফা নামের এক এনজিও কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এর আগে রবিবার দুপুরে সোহেল নামের এক মুদি দোকানী পবিত্র কোরআন শরিফে আগুন ধরিয়ে দেয় বরে এসময় অভিযোগ করে এলাকাবাসী। এরই জের ধরে ঘটনাটি এলাকাটিতে ছড়িয়ে পরলে সোমবার সন্ধ্যায় জমগড়া বটতলা এলাকায় মাগরিবের নামাজের পর বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় অভিযুক্ত সোহেলের ভাই মোস্তফাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম।
মন্তব্য চালু নেই