কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য সহ আটক-১১

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১জন মাদক ব্যবসায়ী ও সেবিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫পিস ইয়াবা ও গাঁজা’সহ মাদকের বিভিন্ন সরংঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের কারাগারে প্রেরণ করা হবে। আটককৃতরা হচ্ছেন- কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমির উদ্দিন মিয়াজী বাড়ীর আবুল মালেকের ছেলে গোলাম সরোয়ার লিটন (৩৫), চরফকিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মতিন মাষ্টার বাড়ীর সুরেন্দ্র চন্দ্র ভৌমিকের ছেলে বিক্রম কুমার ভৌমিক (২৬)’সহ ১১জন। কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১১জন মাদক ব্যবসায়ী ও সেবিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই