কোন বয়সে প্রেম করা উচিৎ

প্রথম প্রেম জীবনে একটু তাড়াতাড়িই এন্ট্রি নেয় ৷ অবশ্য এর কারণও আছে অনেক ৷ কম বয়সে মনের আবেগ থাকে অনেকবেশি ৷ মন থাকে অস্থির ৷ কম বয়সে জীবনে অনেকটা রূপকথার গল্পের মত হয় ৷ কিন্তু, অতিরিক্ত আবেগ ও মনের অস্থিরতার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই কম বয়সের প্রেম বেশিদিন টেকে না ৷ সেই কারণেই কম বয়সের প্রেমের তুলনায় বেশি বয়সের প্রেম অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় ৷

কারণ বয়স বাড়লে, সম্পর্কের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও একে অপরকে ভালভাবে বোঝার মত ক্ষমতা তৈরি হয় ৷ ফলে, প্রেমের সম্পর্ক অনেক বেশি মজবুত ও সুন্দর হয় ৷ তাই জেনে নিন বেশি বয়সে প্রেমের কিছু ভাল দিক ৷
কম বয়সে প্রেমে পড়ার চাইতে বেশি বয়সে প্রেমের সম্পর্কে আবদ্ধ হওয়া ভাল ৷ কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার মন অনেক বেশি পরিণত হয় ৷ এতে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক বেশি সহজ হয় ৷ ছোটবেলায় যে ভুলগুলি আপনি করেছিলেন বয়সের বৃদ্ধির সঙ্গে আপনি সেগুলি বুঝতে পারেন, ফলে এক্ষেত্রে সম্পর্ক অনেক বেশি মজবুত হয় ৷

কম বয়সে যেহেতু আবেগ অনেক বেশি থাকে, ফলে বেশিভাগ ক্ষেত্রেই অনেকে ভুল মানুষকে বেছে নেন ৷ কম বয়সে প্রায় কেউই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না ৷ কিন্তু বেশি বয়সে প্রেমে পড়ার ক্ষেত্রে মন যেহেতু অনেক পরিপূর্ণ, ফলে সকলেই একটু ভেবে-চিন্তে পদক্ষেপ নেন ৷ তাই, এক্ষেত্রে ভুল মানুষ নির্বাচন করার সম্ভাবনা অনেকটাই কম থাকে ৷

বয়স বেশি হওয়ার ফলে পরিবারের তরফ থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয় ৷ তাই এই বয়সে এসে যদি কেউ প্রেমে পড়েন, তবে জেনে রাখবেন তিনি বিয়ের জন্যই প্রেম করছেন ৷ বেশি বয়সে তিনি যে মানুষকে ভালবাসবেন, অবশ্যই তার সঙ্গেই একসঙ্গে সংসার করার স্বপ্ন দেখবেন ৷ ফলে, সম্পর্ক অনেক মজবুত ও সুন্দর হবে ৷ এর সঙ্গে দু’জনে মিলে ভবিষ্যৎ গুছিয়ে নেওয়াও সহজ হয় ৷

প্রেম মানেই ঝগড়া ৷ কম বয়সে প্রেমে সামান্য মনমালিন্য অনেক বড় আকার ধারণ করে ৷ অনেকই আবেগের বশবর্তী হয়ে হাত কাটা বা ঘুমের ওষুধ খাওয়ার মত ভুল কাজগুলি করে ফেলেন ৷ অনেক ক্ষেত্রে আবার সম্পর্ক ভেঙে যাওয়ার মত ঘটনাও ঘটতে পারে ৷ কিন্তু বেশি বয়সে প্রেম করলে যেকোন ঝগড়া সহজেই মানিয়ে নেওয়া যায় ৷ এই সময় তারা অনেক বেশি মাথা ঠান্ডা রেখে চলতে পারেন ৷ এছাড়াও বেশি বয়সে ছোটখাট বিষয় নিয়ে সেভাবে ঝগড়া হয় না ৷ ফলে সম্পর্ক অনেক বেশি সহজ থাকে ৷

বেশি বয়সের প্রেমে সম্পর্ক অনেক বেশি মজবুত থাকে ৷ ছোট বয়সের প্রেম ভুল সিদ্ধান্তের ফলে ভেঙে গেলেও, বেশি বয়সে এসে এমন সম্ভাবনা থাকে না ৷ বেশি বয়সে একে অপরকে বুঝে চলা অনেক বেশি সহজ হয় ৷ তাই, দু’জনের পারস্পরিক বন্ধন অনেক বেশি শক্তিশালী হয় ৷



মন্তব্য চালু নেই