কোনো কৈফিয়ত নয়: মালাইকা

বলিউডের দর্শকদের কাছে আইটেম গার্ল হিসেবে আলাদা আবেদন তৈরি করতে সক্ষম হয়েছে মালাইকা অরোরা খান। তবে এ জন্যে কোনো রকম কৈফিয়ত দিতে প্রস্তুত নন বলেও জানিয়েছেন ৪১ বছর বয়সি এই মডেল ও অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের এই আইটেম কন্যা বলেন, ‘আমি নাচতে ভালোবাসি। এটাকে আমি উপভোগও করি। কিন্তু আইটেম গানে পারর্ফম করার জন্যে কারো কাছে কৈফিয়ত দিতে রাজি নই।’

মালাইকা জানান, তিনি ছবির প্রযোজনা নিয়েই ব্যস্ত থাকতে চান। এই মুহুর্তে অভিনয়ের প্রতি তার কোনো আগ্রহ নেই।

মালাইকা২ ছবিতে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিতে অভিনয় করার কোনো ইচ্ছাই নেই। আমি এটা উপভোগ করি না। আমি প্রযোজনাতেই আনন্দ খুঁজে পাই।’

সম্প্রতি স্বামী আরবাজ খানের সঙ্গে যৌথভাবে ‘ডলি কি ডোলি’ ছবিটি নির্মাণ করেছেন। এই ছবিতে ‘ফ্যাশন খতম, খতম মুঝ পর’ শিরোনামে একটি আইটেম গানে তিনি নিজেই পারর্ফম করেছেন।গানটা তার করা ‘মুন্নি বদনাম’ গানটিকেও ছাড়িয়ে যাবে বলে আশা করছেন।



মন্তব্য চালু নেই