কোটিপতিরা আয়কর দেন না
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশে সবচেয়ে নিম্ন হারের ইনকাম ট্যাক্স (আয়কর) ধরা হলেও দেশের শত শত কোটি টাকার মালিক ও অধিকাংশ ব্যবসায়ী ইনকাম ট্যাক্স দেন না।
শনিবার সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে লিগ্যাল এইডের উদ্যোগে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, ব্যবসায়ীরা শত শত কোটি টাকার লেনদেন করেন। তারা জাল নথি ও ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি করেন। যখন এই জালিয়াতির বিষয় ধরা পড়ে তখন তাদের হদিস পাওয়া যায় না।
তিনি বলেন, ২০১০ সাল পর্যন্ত দেশে যত ফৌজদারি মামলা হয়েছে তা নিষ্পত্তির জন্য এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সভাপতি বিচারপতি এম ইনায়েতুর রহিম সভাপতিত্ব করেন।
মন্তব্য চালু নেই