কোটালীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

জাকারিয়া শেখ, কোটালীপাড়া (গোপালগঞ্জ) থেকেঃ সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়ও ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫আগষ্ট) বেলা ১১ টায় বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মন্দিরের শ্রী শ্রী রাধাগবিন্দ মন্দিরের সামনে ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষèী রানী, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, গোপালগঞ্জ পূঁজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক এ্যা.বিজন বিশ্বাস, কোটালীপাড়া কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সুখরঞ্জণ হীরা, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ কোটালীপাড়া শাখার সভাপতি শ্রী মাইকেল হিরোহিত বিশ্বাস, সহ-সভাপতি শ্রী সুভাষ চন্দ্র বালা, সাধারণ সম্পাদক শ্রী নারায়ন চন্দ্র দাম, সাংগঠনিক সম্পাদক শ্রী গৌরাঙ্গ লাল দাস, ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ প্রমুখ।



মন্তব্য চালু নেই