কোটালীপাড়ায় বায়োমেট্রিক এ্যাটেনডেন্স ও প্রিন্টার বিতরণ

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকেঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে বায়োমেট্রিক এ্যাটেনডেন্স ও প্রিন্টার বিতরণ করা হয়েছে। আজ (২৪ আগষ্ট) বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক (ডিসি) মোঃ খলিলুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার ১৮৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক এ্যাটেনডেন্স ও প্রিন্টার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিলাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ-এর অধ্যক্ষ সর্বানন্দ বালা, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল প্রমুখ। এসময় জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান বলেন, বায়োমেট্রিক এ্যাটেনডেন্স ব্যবহারের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী সকল কর্তৃপক্ষ তদারকি করতে পারবে। আর এ পদ্ধতি ব্যবহার করে প্রত্যেকটি বিদ্যালয়ে বছরে পাঁচ হাজার পাঁচ শত (৫৫০০) ঘন্টা সাশ্রয় করা সম্ভাব। আর এসময়টা শিক্ষকগণ শ্রেণী কক্ষে পাঠদানের কাজে লাগাতে পারবে। এসময় উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন বলেন, এই পদ্ধতি ব্যবহার করে তরুণ প্রজন্ম ডিজিটাল বাংলাদেশ নির্মাণে নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের আরও বিজ্ঞান মনস্ক, আধুনিক প্রযুক্তিতে অভিজ্ঞ এবং দক্ষ করে গড়ে তোলা যাবে।



মন্তব্য চালু নেই