কোটালীপাড়ায় ‘ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ!

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকে : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে মোসা. তামান্না খানম (১৪) নামে এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। উপজেলার টুটাপাড়া গ্রামের আ. রাজ্জাকের কন্যা ও কুশলা নেছারিয়া সিনিয়র ফাযিল (বি,এ) মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রীসে।

আজ (২৬ আগষ্ট) শুক্রবার উপজেলার হিরণ গ্রামের নূর ইসলাম মুন্সীর ছেলে মাসুম মুন্সীর সাথে মোসা. তামান্না খানম এর বিয়ের দিন ধার্য ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিলাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেয় এবং বাল্য বিয়ে আয়োজন করায় কনের পক্ষকে এক হাজার (১০০০) টাকা জরিমানা ধার্য করে।



মন্তব্য চালু নেই