কোটচাঁদপুর জুয়া খেলার অপরাধে ৭ জুয়াড়ি আটক
এস এম হাবিব, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার ভোররাতে কোটচাঁদপুর পৌর এলাকার আখ সেন্টার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলামের ভাই জহিরুল ইসলাম, পৌর আদর্শপাড়ার মৃত হায়াত আলী বিশ্বাসের ছেলে শাহজাহান আলী (৪০), বিহারীপাড়ার সাহাকার আলী মন্টুর ছেলে সাইমুন আলী পিন্টু (৪৫), বড়মসজিদ পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান, বিহারীপাড়ার মৃত আ: রহমানের ছেলে হান্নান লাভলু (৪৮), মৃত আফছার উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪২) ও কাগমারী গ্রামের মতিউর রহমানের ছেলে খালেদুর রহমান টিটন (২৫)। ঝিনাইদহ ডিবি ওসি দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে, রোববার ভোররাতে কোটচাঁদপুর পৌর এলাকায় অভিযান চালানো হয়। সে সময় আখ সেন্টারের সামনের একটি ভবন থেকে কোটচাঁদপুর পৌর মেয়রের ভাইসহ ৭ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা। একটি চক্র দীর্ঘদিন যাবত ওই এলাকায় জুয়া খেলা করে আসছিল বলে জানায় পুলিশ।
মন্তব্য চালু নেই