কোকোর জানাজায় বাধা দেওয়া হবে না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়ার ছেলে কোকোর জানাজায় কোনো বাধা দেওয়া হবে না। আমরা ধর্মে বিশ্বাসী, ধর্মের জন্য প্রাণ দিতে পারি কিন্তু আমরা জঙ্গি নই, আমরা জঙ্গিবাদকে ঘৃণা করি। বেগম জিয়া হাওয়া ভবন সৃষ্টি করে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করেছিল।

সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

যারা সমাজকে ধ্বংস করতে চায়, বিনা কারণে মানুষ হত্যা করতে চায় সে সন্ত্রাসীদের বিরুদ্ধে আলেম সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মাহবুবুল আলম হানিফ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা নির্বিঘ্নে সম্পন্ন হবে।

নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল এবং বিশেষ অতিথি ছিলেন ইসালামী ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের পরিচালক আবুল হায়াত মো. তারেক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলার সিনিয়র এএসপি তারিকুল ইসলাম, অধ্যক্ষ আল্লামা মো. জালালুদ্দিন আল কাদেরী।



মন্তব্য চালু নেই