কে আসল কে নকল ?

দেখলে বোঝে কার সাধ্য। হুবহু এক। না শুধু চোখ বা নাক নয়! চেহারায়, উচ্চতায়, মুখের আদলে একেবারে যেন শাহরুখ, আমির। আর সেই কারণেই কিছুদিন আগে নিজের বাড়িতে ঢুকতে গিয়ে বাধা পেলেন শাহরুখ। আসল নকলের পার্থক্যই ধরতে পারলেন না তাঁর সিকিউরিটি গার্ড। যদিও এটা ‘ফ্যান’ ছবির শুটিং ছিল। অন্যদিকে সোনাক্ষির কপি ক্যাট প্রিয়া তো রাতারাতি সেলেব হয়ে গিয়েছেন। ছবির অফার আসতেও শুরু করেছে তাঁর কাছে।
সম্প্রতি ঋষি কাপুরও তাঁর ট্যুইটার ওয়ালে নেতাজির একটি ছবি পোস্ট করেছেন। যেখানে সুভাষচন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হুবহ তাঁর মতো দেখতে। আর এই ছবি দেখে আশ্চর্য ঋষি।
এমনই আরো কিছু ছবি
আদিত্য
পরিনীতি
বারাক ওবামা
মনমোহন
বিরাট কোহলি
অর্জুন কাপুর
সোনাক্ষী
রনবীর
মন্তব্য চালু নেই