কোচের জন্যই অলিম্পিকে জল জোটেনি জয়শার

ওতে অলিম্পিক আয়োজকদের বিরুদ্ধে জল না-দেওয়ার গুরুতর অভিযোগ এনেছিলেন দেশের ম্যারাথন অ্যাথলিট ওপি জয়শা৷তিনি জানিয়েছিলেন যে, অলিম্পিকে দৌড়ের মাঝে তাঁকে কোনও জলই দেওয়া হয়নি৷জলের অভাবে প্রাণটাই চলে যাচ্ছিল তাঁর৷এরপরেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক বিষয়টি তদন্ত করে দেখে৷আজ, শুক্রবারই সেই রিপোর্ট জমা পড়েছে৷জানা গিয়েছে যে, দোষ অলিম্পিক আয়োজকদের নয়৷দোষী স্বয়ং জয়শার কোচ নিকোলাই স্নেসারেভই৷ক্রীড়া মন্ত্রক এরকম চাঞ্চল্যকর রিপোর্টই জমা দিয়েছে এদিন৷

জানা গিয়েছে যে, টিম লিডার সিকে ভালসন ও ডেপুটি চিফ কোচ রাধাকৃষ্ণান নিকোলাইকে দৌড়ের আগেই জিজ্ঞাসা করেছিলেন যে, ওপির ম্যারাথন চলাকালীন জল লাগবে কিনা? কিন্তু নিকোলাই সাফ জানান যে তাঁর শিষ্যার ‘পার্সোনালাইজড ড্রিঙ্ক’-এর কোনও প্রয়োজন নেই৷অলিম্পিকে সব অ্যাথলিটদের জন্যই একই নিয়ম৷ওপি ব্যতিক্রম নন, প্রতিটি বুথেই পানীয়র ব্যবস্থা থাকে৷আগে থেকেই অ্যাথলিটের কোচকে আগে থেকেই জলের চাহিদার কথা জানিয়ে দিতে হয়৷কিন্তু নিকোলাই জানানি বলে বুথে ভারতের কোনও প্রতিনিধিই ছিলেন না জয়শার দৌড়ের সময়৷ভবিষ্যতের যাতে এ ধরণের কোনও ঘটনা না-ঘটে তার জন্য এখন থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছে৷বলা হয়েছে এর পরেরবার জলের চাহিদার কথা লিখিত ভাবেই জানাতে হবে অ্যাথলিটকে৷এবং সমস্ত নিয়মকানুনও অ্যাথলিটকে বুঝিয়ে দেওয়া হবে৷



মন্তব্য চালু নেই