কেন এ জুলুম

কার্যালয়ের বিদ্যুৎ, ডিশ ও টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় বিএনপি চেয়ারপাসন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী।
গাজী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বলেছেন, কেন বিদ্যুৎ-ডিশ-টেলিফোনের লাইন কেটে দেয়া হলো? কেন এ জুলুম করা হচ্ছে? আমরা কি দেশে বসবাস করতে পারবো না? আমার কেন, কারো সঙ্গেই এ ধরণের আচরণ করা ঠিক না। এটা মানবাধিকারের লঙ্ঘন।’
শনিবার রাত পৌনে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে এসে এসব কথা জানান রুহুল আমিন গাজী।
গাজী আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন দেশি-বিদেশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের উদ্দেশে খালেদা জিয়া বলেছেন, আপনারা দেখেন আমরা কীভাবে কোন দেশে বাস করছি।’
গত ৩ জানুয়ারি থেকে গুলশানের এই কার্যালয়েই আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরমধ্যে ৫ জানুয়ারি ওই কার্যালয়ের গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় পুলিশ। অবশ্য বরাবরই তালা লাগানোর বিষয়টি অস্বীকার করে আসছে পুলিশ। ওইদিন তালাবদ্ধ গেটের ভেতর থেকেই অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বেগম জিয়া। ওইদিন থেকে শুরু হওয়া নাশকতার ঘটনার জন্য ক্ষমতাসীনরা বিএনপি-জামায়াত জোটকেই দায়ী করছেন। অন্যদিকে এই জোট দায়ী করছে আওয়ামী লীগকে। এরইমধ্যে রাজধানীর যাত্রাবাড়ী ও কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িতে আগুন দেয়ার দুটি মামলায় বেগম জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।



মন্তব্য চালু নেই