কেন্দ্রে ককটেল হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় ভোট গ্রহণ স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ার দুই কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত রয়েছে। পৌরসভা নির্বাচন চলাকালীন কেন্দ্রে ককটেল হামলা এবং প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত করার ঘটনায় ওই দুই কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়।

কেন্দ্রগুলো হলো কাউতলী শহীদ লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর ৯টার দিকে পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত ঢুকে ভোটের সরঞ্জাম লুট করে। এ সময় বাধা দিলে মারধরের শিকার হন প্রিজাইডিং অফিসার মঞ্জুর হোসেন।

মঞ্জুর হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় ভোট গ্রহণ শুরু হবে।

এদিকে কাউতলী শহীদ লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাছির উদ্দিন জানান, ভোট চলাকালীন সকাল ১০টার দিকে কেন্দ্রের দোতলায় মহিলা বুথে পরপর দুটি ককটেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ শুরু হবে।

প্রসঙ্গত, এই পৌরসভায় ১ লাখ ৮ হাজার ১৯৯ জন ভোটার রয়েছেন। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন নির্বাচনে অংশ নিয়েছেন।



মন্তব্য চালু নেই