কেন্দ্রীয় যুবলীগের সহ-সাধারণ সম্পাদকের সাথে খেশরা ইউনিয়ন নেতৃবৃন্দের সাক্ষাৎ
এসকে রায়হান, (তালা) সাতক্ষীরা : রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সাথে এক সেীজন্য সাক্ষাতে তাঁর বাসভবন তালা উপজেলার জাতপুরে গ্রামের বাড়ী মিলিত হন উপজেলার খেশরা ইউনিয়নের আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতুবুন্দ ।
সাক্ষাৎকারীরা হলেন খেশরা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী আহসান হাবীব গোলদার , তালা উপজেলা কৃষকলীগের সভাপতি প্রার্থী সুমন হোসেন সরদার , খেশরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সেলিম হোসেন মোড়ল , তালা সদর ইউনিয়ন শ্রমিক লীগের প্রচার সম্পাদক ডানলপ গোলদার , খেশরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ-সম্পাদক প্রার্থী ফারহান মাহমুদ এবং যুবলীগ নেতা বিপ্লব সরদার ।
এসময় সাক্ষাতকারীরা কেন্দ্রীয় যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সাথে কেন্দ্রীয় ও তৃনমুলের রাজনৈতিক বিষয় নিয়ে কিছুসময় আলোচনায় মিলিত হন । রফিকুল ইসলাম বলেন, জাতীয় রাজনীতির গতিশীলতা ও অগ্রগতি নির্ভর করে তুনমুলের রাজনীতির সক্রিয় কর্মকাণ্ডের উপর । তিনি তুনমুলের রাজনীতিকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন ।
সাক্ষাতকারীরা খেশরা ইউনিয়নের বর্তমান রাজনৈতিক পরিস্হিতি সম্পর্কে রফিকুল ইসলামকে অবহিত করেন এবং যুবলীগের কেন্দ্রীয় রাজনীতিতে রফিকুল ইসলামের অবদানের প্রশংসা করেন ।
মন্তব্য চালু নেই