কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির দুই গ্রুপে মারামারি
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। শনিরবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থানা বিএনপির আহ্বায়ক হান্নান ও বিএনপি নেতা মান্নান গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ উভয়পক্ষকে সরিয়ে দিলেও কাউকে আটক করেনি। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
বিএনপির একটি সূত্র জানায়, কমিটিতে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান আহ্বায়ক হান্নান ও মান্নানের বিরোধ ছিল। সন্ধ্যার দিকে দুই গ্রুপের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের নিচে জড়ো হয়। এসময় হান্নান ও মান্নান বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে এ নিয়ে হাতাহাতি হয়। পরে তা মারামারিতে রূপ নেয়। খবর পেয়ে বিএনপি কার্যালয়ের নিচে অবস্থান করা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পল্টন থানার ওসি মোর্শেল আলম জানান, অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। পুলিশ দুই গ্রুপকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে কাউকে আটক করা হয়নি।

































মন্তব্য চালু নেই