‘কেউ ঘুষ চাইলে ভয়েস রেকর্ড করবেন’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ‘দোকান ও ট্রেড লাইন্সেস নিতে কেউ ঘুষ দেবেন না। কেউ ঘুষ চাইলে তার ভয়েস রেকর্ড করবেন। আমাদের কাছে অভিযোগ করলে, তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’

শনিবার মিরপুর-১ নম্বর হযরত শাহ আলী (র.) সুপার মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আনিসুল হক বলেন, ‘ঢাকার উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে এক হাজার কোটি টাকা পেয়েছি। জনগণ, স্থানীয় নেতা ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় পুরো ঢাকা শহরকে বদলে দেয়া হবে। আগামী ছয় মাসের মধ্যে ঢাকা শহরকে বিদেশী শহরগুলোর মত করব।’

তিনি বলেন, ‘স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচনের সময় লিখিতভাবে গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা, যানজট ও ফুটপাতমুক্ত নগরীসহ যেসব ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদা রক্ষার চেষ্টা করছি। মেয়রের একার পক্ষে এসব কাজ করা কঠিন। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’

কেবল ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উত্তর সিটি কর্পোরেশন এলাকা থেকে ২০ হাজার বিলবোর্ড সরিয়ে ফেলা হয়েছে বলে জানান ডিএনসিসি মেয়র।

তিনি বলেন, ‘ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হলে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। স্থানীয় নেতাদের ফুটপাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে।’

আনিসুল হক বলেন, ‘আগামী ১ জানুয়ারির মধ্যে মিরপুরের ফুটপাত দখলমুক্ত করতে হবে। যে দোকানের সামনে ফুটপাত বেদখলে থাকবে, ওই দোকানের ট্রেড লাইন্সেস বাতিল করা হবে।’



মন্তব্য চালু নেই