কেইমুতে পাওয়া যাচ্ছে প্রথমার বই

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শপ কেইমু এবং প্রথম আলো ডিজিটালের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে এখন থেকে প্রথমার সকল বই কেইমুতে পাওয়া যাবে।

গুলশানে প্রথম আলোর ডিজিটাল অফিসে চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রথম আলো ডিজিটালের সিওও আহতেরাম উদ্দিন, কেইমুর কান্ট্রি ম্যানেজার হেন্ড্রিক চেজ, কেইমুর প্রধান জনসংযোগ কর্মকর্তা সৈয়দা উমায়েলা আক্তার ও অন্যান্য।

চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে প্রথম আলো ডিজিটালের সিওও আহতেরাম উদ্দিন বলেন, কেইমুর সাথে আমাদের এ চুক্তির ফলে এখন থেকে কেইমুতে চালু হচ্ছে প্রথমা স্টোর। এই স্টোর থেকে পাঠকরা সহজেই বই ক্রয় করতে পারবেন।

কেইমুর কান্ট্রি ম্যানেজার হেন্ড্রিক চেজ বলেন, প্রথমার সঙ্গে আমাদের এ চুক্তির ফলে এখন থেকে কেইমুর সকল ক্রেতাগণ কেইমু থেকে সুলভ মূল্যে প্রথমার বিখ্যাত ও জনপ্রিয় বইগুলো সহজে ক্রয় করতে পারবেন।



মন্তব্য চালু নেই